বিটিভিতে ঈদের দ্বিতীয় দিন তাদের ‘রঙ্গের হাটবাজার’

0

বাংলাদেশ টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে ওস্তাদ শফি ম-ল, রাহুল আনন্দ ও তার দল জলের গান এবং দিনাত জাহান মুন্নীর অংশগ্রহনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রঙ্গের হাটবাজার’। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক হারুন রশীদ এবং গ্রন্থনা ও প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এরইমধ্যে বিটিভিতে ‘রঙ্গের হাটবাজার’ অনুষ্ঠানের গান রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। শফি ম-ল, রাহুল আনন্দ ও মুন্নী ছাড়াও এই অনুষ্ঠানে আরো যারা গান গেয়েছেন তারা হচ্ছেন বিউটি, ভাষা, অংকন। প্রত্যেক শিল্পীর গানই নতুন করে ফিউশন করেছে ‘জলের গান’। যে কারণে পুরো অনুষ্ঠানজুড়েই জলের গান’কে উপস্থিত থাকতে হয়েছে। অনুষ্ঠানে শফি ম-ল ‘কানার হাটবাজার’, দিনাত জাহান মুন্নী ‘বকুল ফুল বকুল ফুল’ এবং জলের গান’ তাদের দলের নিজস্ব দুটি গান পরিবেশন করেছে। ওস্তাদ শফি ম-ল বলেন,‘ জলের গানের ফিউশনের কারণে আমার গানটিতে নতুন এক মাত্রা পেয়েছে। আশা করছি শ্রোতা দর্শকের খুউব ভালোলাগবে।’ দিনাত জাহান মুন্নী বলেন,‘ জলের গানের ফিউশনে বকুল ফুল বকুল ফুল গানটি গেয়ে আমার ভীষণ ভালোলেগেছে। আমি গাওয়ার সময়টা খুব উপভোগ করেছিলাম। রেকর্ডিং-এর সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই গানটি মুগ্ধ হয়ে শুনছিলেন। আমার বিশ্বাস শ্রোতা দর্শকেরও গানটি ভালোলাগবে। কারণ গানটি এক ভিন্নরূপ পেয়েছে।’ অনুষ্ঠানের প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন,‘ আমরা চেষ্টা করেছি শ্রোতা দর্শকের চাহিদাকে বিবেচনায় রেখে একটু ভিন্ন আয়োজনে বিভিন্ন ধরনের গান শুনাতে। আশা করছি সবাই তা উপভোগ করবেন অনেক ভালোলাগা নিয়ে।’ এদিকে মাহবুবা ফেরদৌস’র প্রযোজনাতেই বিটিভির ‘প্রিয় শিল্পী প্রিয় গান’ অনুষ্ঠানের দিনাত জাহান মুন্নীর উপস্থাপনায় অংশ নিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। শিগগিরই বিটিভিতে এই পর্বটি প্রচার হবে বলে জানান মাহবুবা ফেরদৌস।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।