১০০ কেজি ওজন নিয়ে বিদ্রুপ সইতেন জেরিন খান!

0

একসময় তার ওজন ছিল ১০০ কেজির বেশি! মোটা হওয়ার কারণে বিদ্রুপ আর মানসিক জ্বালাতন হজম করতে হতো রোজ। আর এখন তাঁর সৌন্দর্য ঘায়েল করতে পারে যেকোনও পুরুষকে! তবে তাকে দেখতে এখন যেমন আবেদনময়ী লাগে, আগে কিন্তু এমনটা ছিলেন না। তিনি বলিউড অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর ‘হাউসফুল টু’, ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজাহ তুম হো’ ও ‘আকসার টু’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গেছে তাকে।

Came across these pics of mine from school and college days. (White one was in std 9th & pink one was right after my std 12th exams). Whn I look at these pics I feel proud of myself today not tht I felt any lesser abt myself back then. Inspite of being so big I never let ppl's comments or ideas abt me bother me. Bcoz it's my life and my body and only I hav the right to decide wht I'm gonna do with it. Then one day I decided let me try how it feels to b a little lighter and hence started my weight loss journey. It wasn't easy at all bt everytime I looked at the Progress in the mirror I got the push to do more. I had lots more energy than before and I was loving every bit of this new person I was transforming into. Whn I became a part of this industry, I had lost all my weight … Infact I was asked to put on weight Fr my first film to look the character. Unfortunately I was criticised to no end Fr my weight bt again I never let tht get to me. How cud I ? Those ppl had not seen me like the way I am in these pics here. And Fr me everything was jus an achievement to reach frm where I was to where I am. I continued on my fitness journey irrespective Bcoz fitness Fr me is a way of life now. Along with the weight loss came a lot of stretch marks bt instead of feeling ashamed of it and trying to hide it , I believe in flaunting it . It makes me feel like a tigress with her stripes. I have come a long way in this journey of fitness and I still hav a long way to go… Bt it's always been only Fr myself and not Bcoz of ppl shaming me ! #IWillBeMe #MondayMotivation #SayNoToBodyShaming #LoveYourself

A post shared by Zareen Khan ????????✨???????? (@zareenkhan) on

ওজন ছিল ১০০ কেজিরও বেশি

সম্প্রতি জেরিন বলেছেন, ‘যখন আমার ওজন ছিল ১০০ কেজিরও বেশি, তখন প্রায়ই লজ্জায় পড়তে হতো। বিদ্রুপ আর জ্বালাতন পেছনে লেগেই থাকতো। যদিও এসব পাত্তা দেইনি কখনও। এখনও এ নিয়ে বিরক্তি কাজ করে না আমার মধ্যে। বরাবরই আমার মনের জোর অনেক। নিজের অনুভূতি নিয়ে কখনও লজ্জিত হই না। যারা পথচলায় আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আর বিদ্রুপ ও উপহাসকারীরা আমাকে মানসিকভাবে আরও শক্ত করেছেন।’

zarine khan instagram

ওজনই সব নয়

জেরিন খান মনে করেন, বলিউড অভিনেত্রীদের নিয়ে মানুষের ধারণা এখন বদলেছে। ৩১ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘সবাই জানেন অতীতে ওজনের কারণে সমালোচনা হজম করেছি। তবে পরিস্থিতি এখন বদলেছে। হালকা গড়ন নাকি মোটা নিয়ে অত ভাবেন না কেউ, নায়িকাদের পারফরম্যান্স ও অভিনয় সামর্থ্যই মূখ্য।’
ওজন নিয়ে জেরিন খান এবারই প্রথম মুখ খুলেছেন তা কিন্তু নয়। ২০১৬ সালে তিনি প্রথমবার জানান, মাত্রাতিরিক্ত ওজন থাকায় স্কুল-কলেজে তাকে নিয়ে বিদ্রুপ হতো। তখন স্কুল ও কলেজে পড়ার সময় তোলা দুটি ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।