বাচ্চুর সঙ্গীত আয়োজনে ‘…এলো খুশীর ঈদ’ গাইলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা

0

রমজানের ঈদ এলেই দেশের সবগুলো চ্যানেলে, রেডিও’তে বাজতে থাকে নজরুল সঙ্গীত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি। অনন্যা রুমার প্রযোজনায় ও নির্দেশনায় গত দশ বছর যাবত চ্যানেল আইতে রমজানের ঈদ ঘোষণা হবার সাথে সাথেই চ্যানেল আইতে নতুন সঙ্গীতায়োজনে এই গানটি পরিবেশিত হয়ে আসছে। নতুন সঙ্গীতায়োজনে চ্যানেল আইতে এখন পর্যন্ত এই গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফেরদৌস আরা, এসআই টুটুল’সহ আরো অনেকে। এবারের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু। আইয়ূব বাচ্চুর নতুন সঙ্গীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ, সাদী মোহাম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী’সহ নতুন প্রজন্মের কয়েকজন রবীন্দ্রসঙ্গীতশিল্পী। গত ১১ জুন রাতে চ্যানেল আইতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয় এবং গতকাল দিনব্যাপী চ্যানেল আইতে গানটির মিউজিক ভিডিওতে অংশ নেন শিল্পীরা। জাতীয় কাজী নজরুল ইসলামের লেখা এই নজরুল সঙ্গীতটি নতুন করে সঙ্গীতায়োজন করা প্রসঙ্গে আইয়ূব বাচ্চু বলেন,‘ কবি নজরুলের এই গানের সুরতো আসলে শ্বাশত সুর। রমজানের ঈদের ঘোষনা এলেই এই গানের কথা সুর আমাদের মনকে অন্যরকম আনন্দ দেয়। কী অদ্ভূত এক ভালোলাগা তৈরী করে সবার মনে। চ্যানেল আই থেকে এর আগে বেশ কয়েকবার নতুন করে এর সঙ্গীতায়োজন করতে বলা হয়েছিলো। অবশেষ এবার তা করলাম। আমার সৌভাগ্য যে এমন শ্বাশত একটি গানের সঙ্গীতায়োজন নতুন করে করতে পেরেছি। তাছাড়া এবারের গানে যারা কন্ঠ দিয়েছেন তাদের অধিকাংশই বেশ গুণী রবীন্দ্রসঙ্গীতশিল্পী। এটাও আমার ভালোলাগার বিষয়। কাজটি করে আমার খুউব ভালোলেগেছে।’ প্রয়োজক ও নির্মাতা অনন্যা রুমা জানান ঈদ ঘোষণা হবার সাথে সাথেই নতুন সঙ্গীতায়োজনের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি চ্যানেল আইতে টানা প্রচার হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।