সংসার জীবনের আরেক গল্পে সাদিয়া জাহান প্রভা

0

আইরিন আর রেজা তাদের সংসার জীবন শুরু করেন এখন থেকে ৯ বছর আগে। তারও আগে তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ৯ বছরের সংসার জীবনে যুক্ত হয়েছে একমাত্র কন্যা নীল। কিন্তু তাদের বর্তমান যাপিত জীবন বেশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। লেগেই আছে নিয়মিত ঝগড়া। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা আর নেই।

সংসার জীবনের আরেক গল্প

রেজার মনে হয় জীবনটাকে নতুনভাবে ভাবা হোক। এই ভেবে তার অফিস কলিগের সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দেন। অন্যদিকে আইরিনের সঙ্গে পরিচয় হয় এক ফটোগ্রাফারের সঙ্গে। আইরিন নীলের কিছু ফটোশুট করে। শুরু হয় তাদের সংসার জীবনের আরেকটি গল্প।
এমনই গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘কুয়াশায় ঘেরা’। গল্পের মূল ভাবনা এটাই—যাপিত জীবনে কখনও কখনও শুধু যাপনটাই থাকে, জীবনটা আর থাকে না।

sadia jahan prova latest photos

প্রভা ও নাঈমের যুগলজীবন

নাটকটিতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর রেজা চরিত্রে এফ এস নাঈম। বিভিন্ন চরিত্রে আরও আছেন মাজনুন মিজান, শ্যামস সুমন, পরিনীতা আলো, স্বাধীনতা প্রমুখ।

নেপথ্যে যারা

‘কুয়াশায় ঘেরা’ নির্মাণ করেছেন ইয়ামিন জুয়েল। চিত্রনাট্য রচনা করেছেন গৌতম কৈরী। হাবিবুর রহমান হাবিব প্রযোজিত এ নাটকটি প্রচার হবে এনটিভিতে, ২০ জুলাই রাত ৯টা ৫ মিনিটে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।