এই দুজনকে দর্শক একসঙ্গে দেখতে চায়…

0

জাকিয়া বারী মম এবং মেহজাবিন চৌধুরী—দু’জনই একই প্লাটফরম থেকে উঠে আসা শিল্পী। তাই একের প্রতি অন্যের ভালোবাসাও রয়েছে অসীম। দু’জনই এবারের ঈদে তাদের অভিনয়ের কারণে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। নির্মাতারা যেন মম ও মেহজাবিনের উপরই এই সময়ে যেকোন চ্যালেঞ্জিং চরিত্রের জন্য অনায়াসে নির্ভর করতে পারেন।

‘জলসা ঘর’-এ মম-মেহজাবিন

momo and mehzabinগেলো ঈদে মম ও মেহজাবিনকে একমাত্র একটি টেলিফিল্মেই দেখা গেছে। জাকারিয়া শৌখিনের রচনা ও নির্দেশনায় শরৎ চন্দ্রের ‘দেবদাস’র ছায়া অবলম্বনে নির্মিত ‘জলসা ঘর’-এ তাদের দু’জনকে দেখা গেছে। এতে তাদের বিপরীতে ছিলেন অপূর্ব। টেলিফিল্মটিতে তাদের দু’জনের অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। যে কারণে একই নাটক টেলিফিল্মে দর্শক তাদের একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

দর্শক মাঝে দারুণ সাড়া

‘জলসা ঘর’ ছাড়া মম ও মেহজাবিন অভিনীত ভিন্ন ভিন্ন নাটক টেলিফিল্মে তাদের দু’জনের অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে। মম অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’, মাহমুদুর রহমান হিমির ‘আনমনে তুমি’ শামীম জামানের ‘ঘাওরা মজিদ’, সালাহ উদ্দিন লাভলুর ‘বুকের মাঝে নূপুর বাজে’, ও রুবেল হাসানের ‘পরশ’ দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। অন্যদিকে মেহজাবিন অভিনীত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’, আশফাক নিপুণের ‘ফেরার পথ নেই’ নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পেয়েছেন।

কষ্টের ফল পাচ্ছেন মম

মম বলেন, ‘সারা বছর জুড়েই দর্শক ঈদের নাটক টেলিফিল্ম দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। যে কারণে আমি কাজ করার ব্যাপারে ভীষণ চুজি থাকি। গল্প নির্বাচন থেকে শুরু করে চরিত্র এবং কস্টিউম নিয়েও সচেতন থাকি। সর্বোপরি যেসব নাটক টেলিফিল্মে কাজ করি আমি আমার সর্বোচ্চটা দিয়েই ভালোভাবে কাজগুলো শেষ করার চেষ্টা করি। এবারের ঈদেও যেসব কাজ করেছি আমি অনেক কষ্ট করে নির্ধারিত সময়ের পরেও কষ্ট করে কাজগুলো শেষ করেছি। যার ফল আমি কিন্তু ঠিকই পাচ্ছি। দর্শকের কাছ থেকে প্রতিদিনই সাড়া পাচ্ছি। সহকর্মীরা উৎসাহ দিচ্ছেন। নির্মাতারাও অনুপ্রেরণা যোগাচ্ছেন। মনে হয় আমি যেন নতুন আমাকে আবিষ্কার করছি।’

সিরিয়াস মেহজাবিন

মেহজাবিন বলেন, ‘অভিনয়ে আমি আগের চেয়েও যে অনেক বেশি সিরিয়াস তা দর্শক আমার কাজগুলো দেখলেই বোধগম্য হন। এবারের ঈদে অনেক স্ক্রিপ্ট এসেছিলো আমার কাছে। সেখান থেকে ভালো গল্পের নাটক টেলিফিল্মগুলোতেই আমি কাজ করেছি। আমি কিন্তু দর্শকের কথা ভেবেই ভালো ভালো গল্পে কাজ করেছি। কারণ আমি দর্শকের কারণেই আজকের মেহজাবিন। তাই আগামী দিনের চলার পথে এগিয়ে যেতে হলে দর্শকের কথা মাথায় রেখেই আমাকে কাজ করতে হবে এবং ভালো ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর মুখোমুখি হয়ে নিজেকে ভেঙ্গে অভিনয় করতে হবে আমাকে। সবার সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আগামীর পথে।’

এদিকে ঈদ শেষে এরই মধ্যে মেহজাবিন কাজে ফিরেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় বিজ্ঞাপনের কাজ শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন। মম এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।

ছবি: মোহসীন আহমেদ কাওছার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।