রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়লেন জাকিয়া বারী মম

0

ঈদের আগে থেকে পর পর্যন্ত টানা বেশ কয়েকদিন ঈদের নাটক, টেলিফিল্মে এবং রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার শুটিং করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। সেই ক্লান্তি দূর করতে এবং কয়েকটি নাটক টেলিফিল্মের শুটিং করতে গতকাল রাতের ফ্লাইটে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মম।

ইন্দোনেশিয়ার কাজ-অকাজ

zakia bari momo natokইন্দোনেশিয়ায় মম নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি বিশ্রাম নেবেন এবং বি ইউ শুভ’র নির্দেশনায় বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে, সাখাওয়াত মানিকের নির্দেশনাতেও নাটকে অভিনয় করবেন। এসব নাটকে মম’র বিপরীতে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব, এসএন জনি। আজ থেকে মম বালিতে নাটকের শুটিং-এ অংশ নিবেন। বালি যাবার আগে দহন প্রসঙ্গে মম বলেন, ‘দহন’র গল্পটাই হচ্ছে এই সিনেমার নায়ক। যে কারণে আমি কাজটা খুব আন্তরিকতা নিয়ে করতে পেরেছি। আমার কাছে কাজটি করে অনেক ভালো লেগেছে। আমি খুব আশাবাদী দহন নিয়ে।’

যাবার আগের ব্যস্ততা

zakia bari momo natokবালি যাবার আগে গত ৬ ও ৭ জুলাই সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় মম ‘সাদা ফুল’ নাটকের কাজ শেষ করেছেন। সুমন আনোয়ারের নির্দেশনায় অভিনয় করে ভীষণ তৃপ্ত জাকিয়া বারী মম। মম বলেন, ‘সুমন ভাই এতো চমৎকার গল্প লিখেন এবং এতো সুন্দর সংলাপ লিখেন যে অভিনয় মন থেকেই চরিত্রানুযায়ী সংলাপ বলার সময় বেরিয়ে আসে। তার ইউনিটের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো শুটিং-এর পুরোটা সময় ইউনিট এতো শান্ত আর চুপচাপ থাকে যে মন দিয়ে অভিনয় করার জন্য পরিবেশই তৈরি হয়ে যায়। যদি প্রত্যেক ইউনিটে এমন পরিবেশ পাওয়া যেতো তাহলে অভিনয়শিল্পীদের কাছ থেকে আরো ভালো অভিনয় বের করে নিয়ে আসতে পারতেন নির্মাতারা।’

ফেরার পরে জাকিয়া বারী মম

zakia bari momo natokচলতি মাসের শেষ প্রান্তে জাকিয়া বারী মম বালি থেকে ঢাকায় ফিরে নজরুল ইসলাম রাজু, সকাল আহমেদ, হিমেল আশরাফ, ইমরাউল রাফাতের নির্দেশনায় কোরবানীর ঈদের নাটকের কাজ শুরু করবেন। আগামী সেপ্টেম্বরে মম ‘বালিঘর’ চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিবেন। গেলো ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’ নাটকে তার অভিনয় বেশ প্রশংশিত হয়। এই নাটকের তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূূর্ব। প্রেমের গল্পের অন্যরকম এক উপস্থাপনা ছিলো ‘শেষ পর্যন্ত’তে। নাটকটিতে মম ও অপূর্ব’র সঙ্গে আরো অভিনয়ে ছিলেন মাজনুন মিজান, সুষমা সরকার, খালেকুজ্জামান, সাবিহা আজিজ।

ছবি: মোহসীন আহমেদ কাওছার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।