পপি সিমলা সাহারা অপুর পারফরম্যান্সে মুগ্ধ দর্শক

0

২০১৬’র জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্পন্ন হলো গেলো ৮ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবার পরপরই সংস্কৃতি অনুষ্ঠানের পর্ব শুরু হয়।

মঞ্চে শিল্পীদের মেলা

সংস্কৃতি পর্বে চলচ্চিত্রের শিল্পীদের মধ্যে মঞ্চে পারফর্ম করেন চিত্রনায়িকা পপি, সিমলা, সাহারা, অপু বিশ্বাস ও তমা মির্জা। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন আমিন খান, সাইমন, জায়েদ খান ও ইমন। পপি ও আমিন খান পারফর্ম করেন আমার মন বলে তুমি আসবে, তুমি যেখানে আমি সেখানে ও চুল ধইরো না খোপা খুলে’ গানেতে। সিমলা ও সাইমন পারফর্ম করেন ওরে নীল দরিয়া ও সব সখিরে পার করিতে নেবো আনা আনা গানেতে। সাহারা ও জায়েদ খান পারফর্ম করেন তুমি ডুব দিওনা জলে কন্যা ও তোকে ভালোবাসতেই হবে গানে। ইমন ও তমা মির্জা প্রয়াত দিতি অভিনীত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই জীবন’ সিনেমার ‘আমি একদিন তোমায় না দেখিলে’ ও ‘তুমি আজ কথা দিয়েছো’ গানে পারফর্ম করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়ক নায়িকা ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনার ফাঁকে ফাঁকে মঞ্চে পারফর্ম করেন পপি, সিমলা, সাহারা, অপু বিশ্বাস ও তমা মির্জা। সঙ্গে নায়ক আমিন খান, ইমন, সাইমন ও জায়েদ খানতো ছিলেনই। সবার পারফর্ম্যান্স দর্শক বেশ উপভোগ করেন।

কৃতজ্ঞ পপি

পপি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞ যে তারা আমাদেরকে পারফর্ম্যান্স করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করেছি যার যার অবস্থান থেকে ভালো ভাবে পারফর্ম করার।’ দীর্ঘদিন পর মঞ্চে পারফর্ম করেছেন সাহারা। সাহারা বলেন,‘ আমি আবারো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। অনেকের সঙ্গেই চলচ্চিত্রে ফেরা নিয়ে কথা হচ্ছে। হয়তো শিগগিরই সুখবর দিতে পারবো। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করে খুবই ভালো লেগেছে।’

হাজার লোকের ভিড়ে অপু বিশ্বাস

অপু বিশ্বাস বলেন, ‘আমি হাজার লোকের ভিড়ে অনন্যা এবং ধুম তা না গানে পারফর্ম করেছি। আমাকে একা পারফর্ম করার সুযোগ করে দেবার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞ।’ চলচ্চিত্র তারকাদের পারফর্ম্যান্সের কোরিওগ্রাফি করেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন অনুপমা মুক্তি-প্রতীক হাসান, বেলাল খান কোনাল ও রাজীব। অনুষ্ঠানের শেষ প্রান্তে মৌ ও তার দল প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা ‘তোমার জন্য স্বপ্নপূরণ’ গানে পারফর্ম করেন।
তবে পুরস্কার বিতরণের পর আজীবন সম্মাননাপ্রাপ্ত চিত্রনায়ক ফারুক ও চিত্রনায়িকা ববিতার বক্তব্য শোনার পর মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সংস্কৃতি পর্বের পুরোটাই উপভোগ করেন।

ছবি: মোহসীন আহমেদ কাওছার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।