এবারের ঈদে জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাহ উদ্দিন লাভলুকে বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে দেখা যাবে। এরমধ্যে যে নাটকটি নিয়ে নির্মাতা মারুফ মিঠুর অনেক বেশি আশা রয়েছে সেটি হচ্ছে ‘একদিন চোর ধরা পড়বেই’। নাটকটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। অনেক যত্ন নিয়ে মারুফ মিঠু নাটকটি নির্মাণ করেছেন। আসছে ঈদের তৃতীয় দিন নাটকটি রাত ১১.৫৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বলে জানালেন মিঠু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন,‘ কাজী শাহীদুল ইসলামের গল্প নিয়ে আমিও নাটক নির্মাণ করেছি। মিঠুর নির্দেশনায় আগেও কাজ করেছি আমি। যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে মিঠু। নাটকটি ভালো হবার কথা। আর শবনম ফারিয়ার সঙ্গে আমি এবারই প্রথম কাজ করেছি। সে’তো ভালো একজন অভিনেত্রী।’ শবনম ফারিয়া বলেন,‘ লাভলু ভাইয়ের নির্দেশনায় এখনো কাজ করার সুযোগ হয়ে উঠেনি। তার সঙ্গে এবারই প্রথম অভিনয় করেছি।’ এবারের ঈদের জন্য লাভলু নির্মাণ করেছেন বাংলা ভিশনের জন্য সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চিরকুমার মনে মনে’, চ্যানেল আইতে প্রচারের জন্য টেলিফিল্ম ‘ফেসবুকে বিবাহ’ এবং এনটিভিতে প্রচারের জন্য ‘বুকের ভেতর নূপুর বাজে’। ঈদের জন্য সালাহ উদ্দিন লাভলু মারুফ মিঠুর নির্দেশনায় ‘পাত্রী চাইনা’ নাটকেও অভিনয় করেছেন। এছাড়া তাকে রাজীব রসূল, দেবাশীষ বড়–য়া দীপ, তাইফুজ্জামান আশিক, ইশতিয়াক রুমেল, নাঈম আহমেদ, মঞ্জুরুল হাসান মিলনের নির্দেশনায় ধারাবাহিক ও খণ্ডনাটক এবং টেলিফিল্মে অভিনয়ে দেখা যাবে।