ঈদের তৃতীয়দিন বিটিভিতে প্রচার হবে ‘রাজকন্যা’

0

আসছে ঈদের তৃতীয় দিন রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আউয়াল চৌধুরীর রচনা, নির্দেশনায় ও পরিচালনায় ঈদ বিশেষ নাটক ‘রাজকন্যা’। নাটকটি নির্মাণের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভির মহাপরিচালক হারুন রশীদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল শরীফ, রমিজ রাজু, এ্যানি খান, ফারুক আহমেদ, তারিকুজ্জামান তপন ও শিশুশিল্পী সৃজা। নাটকের গল্পে দেখা যাবে যে একদিন অফিস শেষ করে লেকের পাড়ে বসে নীলু মজনুকে বলে, আমরা প্রেম করছি অনেকদিন থেকে। তুমি ভালো চাকরী করো। আমিও। দুই কুলে তোমারও কেউ নাই। আমারও কেউ নাই। নিজেদের বিয়েটা যেহেতু আমাদের নিজেদেরই ভাবতে হবে,তাই আর দেরি করে লাভ কি? শেষ পর্যন্ত আলোচনা করে ঠিক হয় যে, নিলু অফিস থেকে ছুটি নিয়ে পরদিন সকালে মজনুর বাসায় চলে আসবে। সেখান থেকে মজনুকে নিয়ে সোজা কাজি অফিস। সবকিছু ঠিকঠাক। মজনুও অফিস থেকে ছুটি নিয়ে বসে আছে। নিলু আসবে। দরোজায় শব্দ হয়। মজনু প্রবল উত্তেজনা নিয়ে দরজা খুলতেই দেখে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এক দৌড়ে শিশুকন্যাটি ভেতরে ঢুকে যায়। মজনুকে জড়িয়ে ধরে আব্বু আব্বু ডাকতে থাকে। এরপর ঘটতে থাকে মজার মজার ঘটনা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, ‘আউয়াল ভাই খুবই গুনী একজন নির্মাতা। তার নিদের্শনায় কাজ করার মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করে। তিনি নিজে অনেক বুঝে শুনে নাটক নির্মাণ করেন। যে কারণে তার নিদের্শনার প্রতি শিল্পীদের অন্যরকম শ্রদ্ধা আছে।’ নাটকে নীলু ও মজনু চরিত্রে অভিনয় করেছেন এ্যানি খান ও রমিজ রাজু।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।