‘রিকশা গার্লে’ শাকিব খানের সঙ্গে ২০ বছর বয়সী কে সেই তরুণী?

0

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী গত বছরের অক্টোবরে নতুন এক ছবির ঘোষণা দেন। ‘আয়নাবাজি’ ছবিতে তিনি পেয়েছিলেন বড়ো সাফল্য। এরপর তাঁর ঘোষিত ছবির নাম হল ‘রিকশা গার্ল’। এই ছবিতে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে কাস্ট করে তিনি ইতিমধ্যে বেশ চমক তৈরি করেছেন। জানা গেছে, আরও এক চমক নিয়ে পরিচালক এখন অপেক্ষায় রয়েছেন ঘোষণার। ২০ বছর বয়সী একজন তরুণীকে চূড়ান্ত করা হয়েছে ছবির নায়িকা চরিত্রের জন্য। কিন্তু ওই তরুণীর নাম এখনই ঘোষণা করতে চান না পরিচালক। সেটাই এখন পর্যন্ত চমক হিসেবে রয়েছে।

‘রিকশা গার্ল’-এর পর ‘পুনরুজ্জীবন’

শাকিব খানকে নিয়ে ‘রিকশা গার্ল’ নির্মাণের পাশাপাশি অমিতাভ রেজা নতুন আরেকটি ছবিতেও হাত দিতে চলেছেন। নতুন এই ছবির নাম ‘পুনরুজ্জীবন’। নামি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করবে। অমিতাভ রেজা বলেন, ‘“পুনরুজ্জীবন” ছবির কাজ হবে “রিকশা গার্ল” ছবির কাজের পর। জাজ মাল্টিমিডিয়া বলেছে, এই ছবির সঙ্গে তারা থাকতে চায়। আমিও মৌখিকভাবে রাজি হয়েছি। “রিকশা গার্ল” ছবির কাজ শেষ হওয়ার পর “পুনরুজ্জীবন”-এর চিত্রনাট্যসহ অন্যান্য কাজ শুরু করব। এটা অবশ্য অল্প বাজেটের একটা ছবি। কে কে অভিনয় করবেন, তা পরে ঠিক করব।’ তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতেও নাকি শাকিব খান থাকছেন। যদিও অমিতাভ রেজা নিজে বলছেন, ‘‘না, না। এগুলো ভুল তথ্য। লোকজন ছড়াচ্ছে। শাকিব থাকছেন ‘রিকশা গার্ল’-এ। বিশেষ একটি চরিত্রে। ‘পুনরুজ্জীবন’ তো পরে শুরু হবে। আগামী বছর! ওটা নিয়ে এখনই অস্থিরতা নেই।’’

বাস্তবে যেমন, সিনেমায়ও তা-ই

জানা গেছে, ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব খানের চরিত্রটিও হবে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই। অমিতাভ রেজা বলেন, ‘শাকিবের চরিত্রটি কোনোভাবেই অতিথি চরিত্র হবে না। দেশের মানুষের কাছে শাকিব খান যেমন, ঠিক সেভাবেই আমরা তাঁকে পর্দায় উপস্থাপন করব।’ তিনি বলেন, ‘ছবির নাম “রিকশা গার্ল” হলেও শাকিব খানের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। তাঁকে আমরা যেমন চলচ্চিত্রের হিরো হিসেবে দেখি, এখানেও সেভাবেই দেখব। শাকিব খান ছবিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন, তাতেই আমি অনেক খুশি। এই চরিত্র নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। শাকিব খানকে একেবারে অন্যভাবে উপস্থাপন করব, যা দেখে দর্শক চমকে যাবেন। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

amitabh-reza-chowdhury

অমিতাভ-শাকিব সমঝোতা

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প শুনে তিনি কাজটি করতে রাজি হয়েছেন। কাগজে-কলমে চুক্তি হবে আগস্ট মাসে। শুটিংয়ের জন্য অক্টোবর-নভেম্বরে একটা শিডিউল ঠিক করে রেখেছি। নির্বাচন আর দেশের সার্বিক পরিস্থিতির ওপর বাকিটা নির্ভর করছে। তবে আমি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।’ এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এফডিসির শুটিং স্পটে অমিতাভ রেজা চৌধুরী এসেছিলেন। তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি মনে করছেন, ছবিতে আমি থাকলে ভালো হবে। গল্পটা শোনার পর আমারও ভালো লেগেছে। মনে হলো, অন্য রকম কিছু হবে। পর্দায় আমাকে উপস্থাপনের ভাবনা শুনে মুগ্ধ হয়েছি। তাই মৌখিকভাবে সম্মতি দিয়েছি।’

দৃঢ়চেতা নাইমার লড়াই

‘রিকশা গার্ল’ নির্মিত হবে নারীর ক্ষমতায়নের গল্প নিয়ে। গল্পের মূখ্য চরিত্র ‘নাইমা’। যে পরিবারকে সাহায্য করার জন্য কিছু বাড়তি আয়ের আশায় পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা প্রাণাধিক ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাটিকেই কিছু একটার সাথে ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলে নাইমা। এবার শুরু হয় দৃঢ়চেতা নাইমার এক নতুন লড়াই, যে করেই হোক রিকশাটিকে সারিয়ে তুলতে হবে। এগিয়ে যায় গল্প। গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটিতে ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা পেইন্টিংকে তুলে ধরবেন অমিতাভ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হবে অ্যানিমেশনও।

সেরা ১০০ কিশোর উপন্যাসের একটি

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’। গত ১০০ বছরের সেরা ১০০টি কিশোর উপন্যাসের মধ্যে এটি একটি। এ গল্পটি অবলম্বনেই তৈরি হবে অমিতাভ রেজার নতুন সিনেমা। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা শর্বরী জোহরা আহমেদ উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন। শর্বরী এর আগে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্য রচনা করেছেন। পরিচালকের পাশাপাশি ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।