বিশ্বকাপ ফুটবলে টানা ৩৪ দিন উপস্থাপনায় সোনিয়া হোসেইন

0

সোনিয়া হোসেন একজন দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। আগে মডেলিং এবং অভিনয়ে বেশি মনোযোগী হলেও বর্তমান সময়ে তিনি উপস্থাপনাতেই বেশি সময় দিচ্ছেন। অবশ্য বিয়ের সময় তিনি বলেছিলেন যে বিয়ের পর উপস্থাপনায় নিজেকে বেশি ব্যস্ত করে তুলবেন। কারণ উপস্থাপনা বিষয়টি তিনি এখন দারুণ উপভোগ করছেন। কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ‘ফিফা ওয়ার্ল্ডকাপ রাশিয়া ২০১৮’। বিশ্বকাপ ফুটবলের নানান খবরা খবর নিয়ে ১৪ জুন থেকে দেশ টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে এক ঘন্টাব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘ভিশন ফুটবল ম্যানিয়া’। টানান ৩৪ দিন এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন সোনিয়া হোসেইন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়া হোসেইন নিজেই। দেশ টিভির অনুষ্ঠান প্রধান রবিউল করিম জানান রাত ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অনুষ্ঠানটি দেশ টিভি’র পর্দায় প্রচার হবে। এমন একটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে দারুণ উচ্ছসিত সোনিয়া হোসেইন। সোনিয়া বলেন,‘ ছোটবেলা থেকেই ফুটবল খেলা আমার ভীষণ প্রিয়। রাত জেগে জেগে কতো যে বিশ্বকাপ খেলা দেখেছি তার কোন হিসেব নেই। এবারের বিশ্বকাপ ফুটবল খেলা আর মাত্র ক’দিন পরই শুরু হতে যাচ্ছে। দেশ টিভিতে আমার উপস্থাপনায় ভিশন ফুটবল ম্যানিয়া অনুষ্ঠানটি দর্শক দেখতে পাবেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমার প্রিয় খেলারই একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করতে যাচ্ছি। ধন্যবাদ দেশ টিভি কর্তৃপক্ষকে এমন একটি অনুষ্ঠানে আমাকে উপস্থাপনার সুযোগ করে দেবার জন্য। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে সোনিয়া হোসেইন রাজধানীর ধানমণ্ডির ‘চৌধুরী অ্যান্ড উল্যাহ’ ল ফার্মে একজন লিগ্যাল এসোসিয়েট হিসেবে যোগ দিয়েছেন সম্প্রতি। এই ফার্ম’র হয়ে তিনি এখন নিয়মিত কাজ করছেন। আগামী ঈদের জন্য নতুন কোন নাটকের কাজ তিনি করতে পারেননি এই ল ফার্মে যোগ দেবার কারণেই। ইচ্ছে ছিলো ঈদের নাটকে কাজ করার। কিন্তু শেষ পর্যন্ত হলোনা। তাতে আক্ষেপ নেই সোনিয়ার। কারণ দর্শক তাকে ঠিকই উপস্থাপনায় দেখতে পাবেন ‘ভিশন ফুটবল ম্যানিয়া’ অনুষ্ঠানে দেশ টিভির পর্দায়। এদিকে বাংলাভিশনে সোনিয়া হোসেইনের উপস্থাপনায় পুরো রমজান মাসজুড়ে প্রচার হচ্ছে ‘লাক্সস্টাইল ফাইল’ নামের একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সোনিয়ার উপস্থাপনায় প্রতি পর্বে একজন তারকা তার ঈদের ফ্যাশন, স্টাইল ও কেনাকাটা নিয়ে সোনিয়ার সঙ্গে কথা বলেন।

ছবি: মোহসীন আহমেদ কাওছার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।