শামীম জামানের নির্দেশনায় নির্মিত সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘চশমা পরিবার’ নির্মিত হয়েছে আগামী ঈদে বৈশাখী টিভিতে প্রচারের জন্য। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯.১৫ মিনিটে চ্যানেলটিতে টানা সাতদিন প্রচার হবে। নাটকটির গল্প জাকারিয়া আজাদেও, রচনা করেছেন বরজাহান এবং চিত্রনাট্য নিদের্শনা দিয়েছেন শামীম জামান। একটি পরিবারের সবাই চশমা পড়েন। আর পরিবারের সবাইকে নিয়ে নানানরকম মজার মজার ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘চশমা পরিবার’ ধারাবাহিকটি। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান ও আনিকা কবির শখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ শামীম আমার ভুউব ভালো একজন বন্ধু। নির্মাতা হিসেবে অনেক ধৈর্য্যশীল। তার নির্দেশনায় কাজ করাটা আমি সবসময়ই উপভোগ করি। আমরা চেষ্টা করেছি সবাই মিলে একটি ভালো নাটক দর্শককে উপহার দিতে।’ শামীম জামান বলেন,‘ আমার এই নাটকের প্রতি দর্শকের আলাদা ভালোলাগা জন্ম নিবে এটা আমি বিশ্বাস করি। আমি, মোশাররফ, শখ’সহ অন্য আরো যারা আছেন সবাই মিলেই ভালো একটি নাটক করার চেষ্টা করেছি।’ শখ বলেন,‘ শামীম ভাই আমার ভীষণ পছন্দের একজন পরিচালক। অন্যদিকে আমার অতিপ্রিয় একজন সহশিল্পী মোশাররফ করিম ভাইয়া। দু’জনের সঙ্গেই চশমা পরিবার কাজটি আমি উভোগ করেছি। আশাকরি ভালোলাগবে দর্শকের।’ এদিকে আগামী ঈদ পর্যন্ত মোশাররফ করিম, শামীম জামান ও শখ বিভিন্ন নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকবেন। মোশাররফ করিম আগামী ঈদের জন্য বেশ কয়েকটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন। শামীম জামানের নির্দেশনায় শখের বিপরীতে শুধু ‘চশমা পরিবার’র এ দেখা যাবে শখকে।
ছবি: মোহসীন আহমেদ কাওছার