এক বিজ্ঞাপনেই এক কোটি!
সেই মেয়েটির কথা মনে আছে? চোখের সেই ইশারার কথা মনে আছে? প্রিয়া প্রকাশ ওয়ারিয়র তার নাম। এই তো কিছুদিন আগের কথা। ১৯ বছর বয়সী এই মেয়ে তরুণদের বুকে ঝড় তুললেন। ভারতের দক্ষিণের মালায়ালাম ভাষার রোমান্টিক-কমেডি ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য…