আলিয়া ভাটের বাসায় গিয়ে ধরা রণবীর কাপুর
গভীর রাতে আলিয়া ভাটের বাসায় গিয়ে ধরা পড়ে গেলেন রণবীর কাপুর। তাও গভীর রাতে। বলিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এই দুজন তারকা যে প্রেম করছেন, তা প্রমাণ করার জন্য পাপারাজ্জিরা যেন মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের প্রতিটি পদক্ষেপের দিকে এখন সবার নজর। রণবীর…