বিষয়সূচি

দীপিকা

দীপিকা-রণবীরের বিয়ের গুজব আরও জোরালো

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে নিয়ে আর কত জল যে ঘোলা হবে! একবার শোনা যায় তাঁরা শিগগিরই বিয়ে করছেন। আবার খবর আসে, দীপিকা নাকি এখনো বিয়ের ব্যাপারে মনস্থির করতে পারছেন না। গণমাধ্যমকে ঘোল খাওয়ানোর জন্য কী তাঁরা ইচ্ছা করেই এমন করছেন কি না…

ট্রিপল এক্স-এর পরের কিস্তিতে ভারতীয় লুঙ্গি ডান্স?

চেন্নাই এক্সপ্রেস ছবির ‘লুঙ্গি ডান্স’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবির গানটি ছড়িয়ে যায় সবখানে। শুধু কি তাই? হলিউডের ছবি ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবির প্রচারে ভারতে এসে হলিউড অভিনেতা ভিন ডিজেলও…