দীপিকা-রণবীরের বিয়ের গুজব আরও জোরালো
দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে নিয়ে আর কত জল যে ঘোলা হবে! একবার শোনা যায় তাঁরা শিগগিরই বিয়ে করছেন। আবার খবর আসে, দীপিকা নাকি এখনো বিয়ের ব্যাপারে মনস্থির করতে পারছেন না। গণমাধ্যমকে ঘোল খাওয়ানোর জন্য কী তাঁরা ইচ্ছা করেই এমন করছেন কি না…