ফেসবুকে ভাইরাল পরীমনির গোপন ছবি

0

চিত্রজগতে আসার আগেই বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরী মনি। ভোলার ইসমাইল জন নামে জনৈক তরুণকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরী মনি। যদিও তার নাম তখন ছিল স্মৃতি মনি। সূত্র বলছে সময়টা আনুমানিক ২০১০। সে বছরই বিয়ে করেন তারা। কিন্তু পরী মনিকে মেনে নেয়নি ইসমাইল জনের সম্ভ্রান্ত পরিবার। মিডিয়ায় কাজের ব্যাপারে আগ্রহটা বরাবরই ছিলো পরীর। বিয়ের পরও সুন্দরী পরী স্বামীকে চাপ দিতে থাকেন মিডিয়ায় কাজের সুযোগ করে দিতে। সে সূত্রে নানা পরিচালকের কাছে ধর্ণা দিতে থাকেন ইসমাইল। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক নাট্য পরিচালকের কাছ থেকে জানা গেলো এসব তথ্য।

বেশ কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির কিছু একান্ত ছবি। ছবিগুলো যে পরীমনির নিজেদের অথবা শ্বশুরালয়ের টিনের ঘরে, গ্রামের পথে এবং একান্ত কারও সঙ্গে তোলা- সেটুকু শতভাগ স্পষ্ট।

এদিকে ফেসবুকে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে প্রকাশক আনিক আব্রাহামের আক্ষেপের তথ্য-সুর। তিনি ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরেই থাকতো তার জামাই বাড়িতে। তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালসার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না। যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।