ঈদ ধারাবাহিকে মোশাররফ করিম ও ইশানা

0

নির্মাতা মারুফ মিঠুর নির্দেশনায় মোশাররফ করিম বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে ধারাবাহিক নাটক ‘তিনি আসবেন’, ‘বিশেষ দ্রষ্টব্য’ এবং খণ্ড নাটক ‘সেইরকম চা খোর’, ‘সেইরকম ঝাল খোর’ বিশেষত উল্লেখযোগ্য। নির্মাতা মারুফ মিঠু মোশাররফ করিমকে নিয়ে নাটক নির্মাণের আগে তার সঙ্গে মানানসই হয় এমন চরিত্রেই মোশাররফ করিমকে নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করেন। তাই আগামী কোরবানীর ঈদের জন্য মারুফ মিঠু মোশাররফ করিমকে নিয়ে একটি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘হায় সমশেদ’। নাটকটির গল্প রচনা করেছেন সাজিন আহমেদ।

মানুষ থেকে অমানুষে

গল্প প্রসঙ্গে মারুফ মিঠু বলেন, ‘একজন মানুষ যখন ঘুষ খাওয়া শুরু করেন তখন যে তার সকল নৈতিকতা বিসর্জন দিতে হয় এবং সে যে মানুষ থেকে একজন অমানুষে রূপান্তরিত হয় তাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ নাটকে মোশারর করিম সমশেদ চরিত্রে এবং তার বিপরীতে তারই প্রেমিকার প্রান্তি চরিত্রে অভিনয় করেছেন ইশানা। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

mosharraf karim and ishana khan

মোশাররফ করিম বললেন…

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মিঠু খুব যত্ন নিয়েই নাটক নির্মাণের চেষ্টা করে। তার নির্মাণের প্রতি আমার আস্থা আছে বলেই আমার প্রযোজিত ধারাবাহিক নাটক ‘তিনি আসবেন’ তাকে দিয়েই নির্মাণ করিয়েছিলাম। তার নির্দেশনায় যতোগুলো নাটকে অভিনয় করেছি বলা যায় প্রায় প্রতিটিই দর্শকপ্রিয় হয়েছে। হায় সমশেদ জীবনের গল্প নিয়ে নির্মিত একটি ঈদ ধারাবাহিক নাটক। একটু ভিন্নরকম চরিত্র। আমি সবসময়ই যেমন আমার প্রতিটি চরিত্রে যথেষ্ট মনোযোগী থেকে কাজ করি সমশেদ-এ ঠিক একইরকম মনোযোগ দিয়ে কাজ করা। এতে আমার সহশিল্পী ইশানা। ইশানা আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে।’

ইশানার কথা

ইশানা বলেন, ‘কাজটা খুবই ভালো হয়েছে। আমি শুটিং-এর সময়য়টা দারুণ উপভোগ করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করাটা অনেক ভালোলাগার। কারণ শুটিং-এর সময়টা ভীষণ উপভোগ করা যায়। গল্পে গল্পে আড্ডায় আড্ডায় সময় চলে যায়। এই নাটকের প্রান্তি চরিত্রটিও বেশ উপভোগ্য যাতে দর্শক আমাকে দেখতে পাবেন।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, কচি খন্দকার, প্রাণ রায় প্রমুখ। মোশাররফ করিম আপাতত ঈদ নাটকের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। সাম্প্রতিক সময়ে মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটক হচ্ছে সাগর জাহানের ‘মাহীনের লাল ডায়েরি’ ও ‘ফ্যাট মান’, মুরসালিন শুভর ‘কোম্পানীর প্রচারের স্বার্তে’, ‘তোমাকে চাই’ ও জাকিউল ইসলাম রিপনের ‘প্রফেসর ডাবলু’।

ছবি: মোহসীন আহমেদ কাওছার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।