নতুন গান ‘আগুন পানি’র গল্পে অন্য আসিফ আকবর

0

গল্পের সারসংক্ষেপটা এরকম – একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় একটি বহুজাতিক প্রতিষ্ঠান। প্রস্তাব আসে স্থানীয় এক ডনের কাছে। এদিকে প্রেমিকা তাকে না জানিয়েই কাজটি করার জন্য অগ্রিম নিয়ে নেয়। কিন্তু ডন সাফ জানিয়ে দেয়, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়।’ প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা। প্রেমিকা সফল হতে পারবে? কী হচ্ছে এই গল্পের পরিণতি? জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘আগুন পানি’র মিউজিক ভিডিওর জন্য গল্পটি ভাবা হয়েছে। ৫ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘আগুন পানি’।

এবারই প্রথম একসঙ্গে আসিফ আকবর ও মৌসুমি হামিদ

‘আগুন পানি’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আসিফ আকবর। এখানে তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ। নিজের নতুন গান আর মিউজিক ভিডিও নিয়ে আসিফ আকবর বলেন, ‘গান এবং ভিডিও দুটি কাজই সুন্দর হয়েছে। মৌসুমি হামিদ আর আমি এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। ভিডিওতে আমি ডন আর মৌসুমি হামিদ ভিলেন। শুটিংয়ের প্রয়োজনে পিস্তল ব্যবহার করেছি। মজার বিষয় হলো, মিউজিক ভিডিওতে আমি যে পিস্তলটি ব্যবহার করেছি, তা কমনওয়েলথ স্বর্ণজয়ী বাংলাদেশের শুটার আসিফ হোসেন খানের।’

মৌসুমি হামিদ বলেন

‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম আসিফ আকবর। প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এই মিউজিক ভিডিওতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে আমাদের দুজনকে। গানটির অডিওটা দারুণ আর মিউজিক ভিডিওতে চলচ্চিত্রের অনুভূতি পাবেন দর্শক।’

ডিএমএস থেকে জানানো হয়েছে, ৫ জুলাই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ‘আগুন পানি’ গানের মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে। পাশাপাশি তা দেখা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক আর বাংলালিংক ভাইবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।