‘আপনি রাস্তায় আবর্জনা ফেলছেন কেন? রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’ গত শুক্রবার মুম্বাইয়ে রাস্তায় পাশের গাড়ির আরোহীকে চিৎকার করে বলেছেন বলিউড তারকা আনুশকা শর্মা। আর পুরো দৃশ্য নিজের মুঠোফোনে রেকর্ড করেছেন তাঁর স্বামী ক্রিকেট তারকা বিরাট কোহলি। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেখুন, তারা রাস্তায় নোংরা ফেলছে। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছে, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে?’
Saw these people throwing garbage on the road & pulled them up rightfully. Travelling in a luxury car and brains gone for a toss. These people will keep our country clean? Yeah right! If you see something wrong happening like this, do the same & spread awareness. @AnushkaSharma pic.twitter.com/p8flrmcnba
— Virat Kohli (@imVkohli) June 16, 2018
স্ত্রীকে সমর্থন করে কোহলি আরও লিখেছেন, ‘আপনিও যদি এমন কিছু দেখেন, একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’
ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় গাড়িতে যেতে যেতে আনুশকা শর্মা দেখতে পান, তাঁর পাশে দামি গাড়ি থেকে এক ব্যক্তি প্লাস্টিক ছুড়ে রাস্তায় ফেলছেন৷ তা দেখে এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের গাড়ির গ্লাস নামিয়ে পাশে গাড়িতে বসে থাকা লোককে ধমক দেন৷
পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। টুইটারে আনুশকা শর্মাকে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। এরপর অসংখ্য ভক্ত আনুশকা শর্মার এই আচরণের প্রশংসা করেন। আবার কেউ কেউ ভিডিওটি নিয়ে মজা করে মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্যকারীদের একহাত নিয়েছেন বিরাট কোহলি। তিনি লিখেছেন, ‘যাদের কিছু করার ক্ষমতা নেই, তারা এ ধরনের মজা করে আনন্দ পান। লজ্জা!’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত সেই ব্যক্তি। এই পোস্ট থেকে জানা গেছে, ওই ব্যক্তির নাম আরহান সিং৷ পোস্টে তিনি লিখেছেন, ‘গাড়ি চালানোর সময় ছোট্ট একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছি৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাচ নামতেই দেখি, গাড়িতে বসে আছেন বলিউডের সুন্দরী আনুশকা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তিনি চিৎকার করছেন৷ তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি কোনো বলিউড তারকা নন, রাস্তার ধারের কেউ। আমার কাজের জন্য দুঃখ প্রকাশ করি৷ কিন্তু আনুশকা শর্মা যদি তাঁর শব্দ ব্যবহারে একটু সংযত হতেন, তাহলে তাঁর তারকাখ্যাতি কমে যেত না।’
আনুশকা শর্মার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা গেছে, স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তিনি। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারেন না। এ কারণেই প্রকাশ্যে অগ্নিমূর্তি ধারণ করতে বাধ্য হন হিন্দি ছবির এ সময়ের জনপ্রিয় এই নায়িকা।