আবারো ফেরদৌসের গল্পে নাটকে পূর্ণিমা

0

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, একে অন্যের খুউব ভালো বন্ধু। ফেরদৌসের লেখা গল্পে দু’বছর আগে আবির খানের নির্দেশনায় ‘ম্যানিকুইন’ নাটকে অভিনয় করেছিলেন পূর্ণিমা। দু’বছর পর আবারো ফেরদৌসের লেখা গল্পে ‘কুইন’ নাটকে অভিনয় করছেন পূর্ণিমা। ‘ম্যানিকুইন’-এ তার বিপরীতে ছিলেন সজল , যথারীতি এবারও তার বিপরীতে আছেন সজল। গতকাল থেকে রাজধানীর উত্তরায় একটি হাউজে নাটকটির দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। ‘কুইন’ নাটকের গল্প প্রসঙ্গে ফেরদৌস বলেন,‘ এর আগে গল্পের নায়ক শুধু ম্যানিকুইনকে নিয়ে স্বপ্ন দেখতো যে বাস্তবে মানুষ হয়ে সে তারসঙ্গে দেখা করেছে। কিন্তু এবারের গল্পে দেখা যাবে সত্যি সত্যিই সেই কুইনের সঙ্গে বাস্তব জীবনে নায়কের সঙ্গে দেখা হয়েছে। এগিয়ে যাবে নাটকের গল্প।’
আবারো পূর্ণিমাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে ফেরদৌস বলেন,‘ পূর্ণিমা প্রথমত খুব ভালো একজন অভিনেত্রী। দ্বিতীয়ত আমার খুউব ভালো একজন বন্ধু। তাছাড়া পূর্ণিমা সময়োপযোগী একজন অভিনেত্রীও বটে। সময়ের ধারাবাহিকতায় সে নিজেকে বদলে নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রত্যেক কাজের জন্য তার পোশাক নির্বাচন আমাকে মুগ্ধ করে। সবমিলিয়ে তারসঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার বলেই তাকে নিয়ে কুইন’এ আবারো কাজ করা। আমি আশা করছি এবারের কাজটি আরো অনেক ভালো হবে। ’ আবারো ফেরদৌসের গল্পে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন,‘ ফেরদৌসের লেখা গল্পে এর আগেও কাজ করেছি। ফেরদৌস আমার খুব ভালো একজন বন্ধু, ব্যস্ততার মধ্যেও ভালো একটি গল্প লিখেছে। তাই কাজটি করছি। আগের কাজটিও ভালো হয়েছিলো। আশা করছি নতুন কাজটিও অনেক ভালো হবে।’ ফেরদৌস’র নিজস্ব প্রযোজনা সংস্থা ‘নূজহাত ফিল্মস’র ব্যানারে ‘কুইন’ নাটকটি নির্মিত হচ্ছে। আসছে ঈদে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে বলে জানান ফেরদৌস। অনেকেই ছোটপর্দায় অভিনয় করলেও আপনি কেন করেন না? এ প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন,‘ নাটক কিংবা টেলিফিল্মে অভিনয়ের জন্য খুউব অল্প সময়ের মধ্যে অনেককিছু করতে হয়। বিষয়টি আমার কাছে আরামদায়ক বলে মনে হয়না। আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না বলেই আমার করা হয়ে উঠেনা।’ এবারের ঈদে পূর্ণিমাকে রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ টেলিফিল্মে ও মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সি’ নাটকে দেখা যাবে। দুটি প্রচার হবে যথাক্রমে চ্যানেল আই ও গাজী টিভিতে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।