তারকাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের বহু গুণের কথা অনেকেই জানে না। বিশেষ করে তারা কেউ উড়োজাহাজ বা হেলিকপ্টার চালাতে দেখলে বিশ্বাস হতে চাইবে না অনেকের! কারণ উড়তে পারাই প্রত্যেক মানুষের ইচ্ছে। হলিউডের এমন কয়েকজন তারকা আছেন, যারা সত্যিই উড়োজাহাজ বা হেলিকপ্টার চালাতে পারেন। তেমন তিন তারকার নাম জেনে নিন-
টম ক্রুজ
হলিউড সুপারস্টার টম ক্রুজের সবচেয়ে পছন্দের উড়োজাহাজ হলো পি-৫১ মাসটাং। তিনি গালফস্টিম আইভি’রও মালিক। ১৯৯৪ সালে পাইলটের সার্টিফিকেট পান ‘মিশন ইমপসিবল’ তারকা। প্রায়ই তাকে হেলিকপ্টার চালাতে দেখা যায়। এতেই প্রমাণিত ‘ইমপসিবল’ বলে কোনো শব্দ নেই তার অভিধানে।
অ্যাঞ্জেলিনা জোলি
উড়োজাহাজ চালানোর প্রতি অ্যাঞ্জেলিনা জোলির যে আলাদা মোহ আছে তা কারও অজানা নয়। এমনকি এই কাজকে নিজের সেরা অনুভূতি উল্লেখ করেছিলেন তিনি। ‘মেলফিসেন্ট’ ছবির এই তারকাকে বহুবার সাইরাস এসআর২২ চালাতে দেখা গেছে।
মর্গ্যান ফ্রিম্যান
উড়োজাহাজের মেকানিক থাকলেও এই বাহন চালানোর প্রতি বেশ ঝোঁক ছিলো মর্গ্যান ফ্রিম্যানের। ৬৫ বছর বয়সে উড়োজাহাজ চালানো শেখেন তিনি। সেসনা ৪১৪ ও সিটেশন ৫০১-এর মালিক মার্কিন এই অভিনেতা।