শমী কায়সারের উপস্থাপনায় ঈদ আলাপনে শম্পা রেজা ও সুবর্ণা মুস্তাফা

0

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের উপস্থাপনায় বিটিভিতে প্রচারের জন্য নির্মিত শম্পা রেজা ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আলাপন’। মোঃ মাহফুজার রহমানের প্রযোজনায় ‘ঈদ আলাপন’ নামক এই অনুষ্ঠানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে গত শনিবার বিকেলে বিটিভির একটি স্টুডিওতে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে শম্পা রজো বলেন,‘ সুবর্ণা আর আমি প্রথম একসঙ্গে বিটিভিতে ইডিয়েট নাটকে অভিনয় করি। এটি ছিলো আমাদের অভিনীত দ্বিতীয় নাটক। এই বিটিভিই কিন্তু আমাদেরকে আজকের শম্পা, বা সুবর্ণা বা শমী’তে পরিণত করেছে। তাই বিটিভির প্রতি ভালোবাসাটা সবসময়ই একটু অন্যরকম। শমীর উপস্থাপনায় আমি আর সুবর্ণা নানান বিষয় নিয়েই আলোচনা করেছি এবং সব মিলিয়ে খুব পরিপাটি একটি অনুষ্ঠান হয়েছে। ’ সুবর্ণা মুস্তাফা বলেন,‘ ঈদের অনুষ্ঠান বলে যে ধরনের অনুষ্ঠান হতে পারে ভাবা হয় ঈদ আলাপন অনুষ্ঠানটি তেমন হয়নি। একটু অন্যরকম অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা’সহ বঙ্গবন্ধুর কথাও উঠে এসেছে। এসেছে আমাদের দৈনন্দিন জীবনের গল্প। সবচেয়ে বড় কথা আমরাতো আসলে একই পরিবারের মানুষ, তাই আমাদের জীবনের গল্পও বারবার উঠে এসেছে। আমার কাছে মনে হয়েছে কিছুটা ব্যতিক্রম একটি অনুষ্ঠান হয়েছে ঈদ আলাপন। আশাকরি দর্শকের ভালোলাগবে।’ অনুষ্ঠানের উপস্থাপক শমী কায়সার বলেন,‘ শম্পা আপা, সুবর্ণা আপাদের দেখে দেখেই কিন্তু অভিনয়ে আসার অনুপ্রেরণা পাই এবং একসময় অভিনেত্রীও হয়ে উঠি। তো এমন দু’জন ব্যক্তিত্ব’র সঙ্গে ইদ আলাপন স্বাভাবিকভাবেই জমে উঠার কথা এবং হয়েছেও ঠিক তাই। আমি দু’জনের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করেছি। এখন একদমই সময় পাইনা বলে অভিনয় যেমন করা হয়ে উঠেনা, উপস্থাপনাতেও সময় দেয়া হয়ে উঠেনা। তারপরও বিটিভির জন্য ভালোলাগা থেকে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। আশা করি দর্শকের অনুষ্ঠানটি ভালোলাগবে।’ ঈদের পরদিন বিকেল পাঁচটায় ‘ঈদ আলাপন’ বিটিভিতে প্রচার হবে। উল্লেখ্য শম্পা রেজার উপস্থাপনায় নিউজ টোয়েন্টিফোর’এ ‘সেই গান সেই সুর’ এবং মাইটিভিতে ‘আমার গান’ সঙ্গীত বিষয়ক সরাসরি অনুষ্ঠান নিয়মিত প্রচার হচ্ছে। এদিকে এবারের ঈদে সুবর্ণা মুস্তাকে বদরুল আনাম সৌদ’র ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’, , চয়নিকা চৌধুরীর ‘একদিন খুঁজেছিনু যারে’, ‘দুপুর বেলার গল্প ছোট’, ‘পরশ পাথর’ , আরিফ খানের ‘নূরুল আলমের বিয়ে’, ‘কৃষ্ণচূড়ার ডাক’, মোস্তফা মননের ‘গোলাপজান ছাত্রী নিবাস’ নাটকে দেখা যাবে। এবারের ঈদে শমী কায়সারকে কোন নতুন নাটকে দেখা যাবে না।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।