ফুটবল নিয়ে বিশেষ গান ও মিউজিক ভিডিও

0

সারা বিশ্বে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বের অন্যান্য দেশের মতো ফুটবল নিয়ে মেতে আছেন বাংলাদেশের ভক্তরাও। এবার বাংলাদেশে তৈরি হলো ফুটবল নিয়ে বিশেষ গান ও তার মিউজিক ভিডিও।
‘ফুটবল ফুটবল সারাবিশ্ব টলমল/ কে হারে কে জিতে নাথিং ইমপসিবল..।” পদ্মর এমন কথায় পাভেল অরিনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁচল ও দিদার। নাচের তালে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।
গানটি সম্পর্কে ভিশন ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মাহাবুবুল ওয়াহিদ বলেন, “চলতি বিশ্বকাপ উৎসব নিয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। যার একটি হলো এই মিউজিক ভিডিও। যেটি প্রায় তিন মাস সময় নিয়ে আমরা তৈরি করেছি। আমরা চাই সারা দেশের মানুষ ফুটবল উৎসবটাকে নাচে-গানে আরও রাঙিয়ে তুলুক।” গানটিতে মডেল হয়েছেন টয়া, হৃদি শেখ, শাহবাজ মঈন, আলিফ, তাসনিয়াসহ অনেকেই।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।