‘পোড়ামন-টু’ জুটির ‘দহন’ শুরু

0

রায়হান রাফি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন-টু’ চলচ্চিত্রটি মুক্তির আগেই শুধু গান এবং ট্রিজারের মাধ্যমেই দেশব্যাপী দর্শকের মধ্যে এসেছে আলোচনায়। সিয়াম ও পূজা জুটির প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন-টু’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। ‘পোড়ামন-টু’ মুক্তির আগেই সিয়াম পূজা জুটির নতুন চলচ্চিত্র ‘দহন’র শুটিং শুরু হয়েছে গত ৬ জুন থেকে। তবে সিয়াম ও পূজা ‘দহন’র শুটিং শুরু করেছেন গতকাল থেকে। রাজধানীর অদূরের টঙ্গীর তুরাগ নদীর তীরের একটি মাজার সংলগ্ন এলাকায় ‘দহন’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। মুক্তির আগেই যেমন সিয়াম পূজা’র ‘পোড়ামন-টু’ আছে বেশ আলোচনায় ঠিক তেমনি এই জুটির ‘দহন’র শুটিং শুরুর আগেই নানান কারণে এসেছে আলোচনায়। এই চলচ্চিত্রে সিয়ামকে দেখা যাবে তুলা চরিত্রে এবং পূজাকে দেখা যাবে আশা চরিত্রে। গতকাল টঙ্গীতে বিশাল জনস্রোতকে উপক্ষো করে পরিচালক রায়হান রাফিকে সিয়াম ও পূজাকে নিয়ে শুটিং করতে হয়। ‘পোড়ামন টু’ এবং ‘দহন’ দুটো চলচ্চিত্রই প্রযোজনা করেছে ‘জাজ মাল্টিমিডিয়া’। ‘দহন’ চলচ্চিত্রের কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল। চিত্রনাট্য ও পরিচালনা করছেন রায়হান রাফি। আগামী ১১ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং হবে। ‘পোড়ামন টু’ এবং ‘দহন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন,‘ আমরা সবাই অনেক কষ্ট করে পোড়ামন-টু চলচ্চিত্রটি দর্শকের জন্য আগামী ঈদে হলে হলে নিয়ে আসছি। একটি মৌলিক গল্পের ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দেবার চেষ্টা করেছি আমরা। দর্শকের কাছে অনুরোধ থাকবে পোড়ামন টু দেখতে যেন দর্শক হলে যান। হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করলেই অনুধাবন করতে পারবেন এই চলচ্চিত্রের জন্য আমরা কতো কষ্ট করেছি এবং দর্শকের ভালোলাগলেই আমাদের সেই কষ্ট সার্থক হবে। আর দহন’-এ দর্শক নতুন আমাকে দেখতে পাবেন। সেটা দহনের মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ পূজা বলেন,‘ শুধু গানে এবং ট্রিজারে পোড়ামন টু’র জন্য দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতেই মুগ্ধ আমি। তাই আমার অনেক বেশি বিশ্বাস যে এটি মুক্তি পেলে দর্শকের মন ছুঁয়ে যাবে। ভীষণভাবে মুক্তির প্রহর গুনছি পেড়ামন-টু’র। দহন’-এ আমাকে অন্যরকম একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে।’ ‘পোড়ামন টু’ চলচ্চিত্রের কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। এই চলচ্চিত্রে সিয়াম পূজাকে সুজন ও পরী চরিত্রে অভিনয়ে দেখা যাবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।