ঢাকাই সিনেমার স্মার্ট ও শিক্ষিত নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বড় পর্দায় অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শুধু ঢালিউডে নয়, নায়িকা এখন দুই বাংলারই পরিচিত মুখ। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তার ভক্ত সংখ্যা অনেক। এবার ফারিয়া ভক্তদের জন্য নতুন খবর। পুরোই ভিন্ন পরিচয়ে উপস্থিত হচ্ছেন নায়িকা। খবরটি জানিয়েছেন নুসরাত নিজেই। এবার গায়িকা হিসেবে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন তিনি।