নায়িকা যখন গায়িকা

0

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘রাজী’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে তিনি ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘কলঙ্ক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আলিয়া। নতুন এ সিনেমাটি পরিচালনা করবেন ‘বার্লি কি বরফি’খ্যাত পরিচালক অশ্বিনী ইয়ার তিওয়ারি। আলিয়া জানান, এটি মজার একটি সিনেমা হতে যাচ্ছে। এই ধরনের কাজ আগে তিনি করেননি। এছাড়াও অশ্বিনীর পরিচালনা দক্ষতা ও কাজ করার আগ্রহর প্রশংসা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয় সিনেমাটিতে গায়িকা চরিত্রে অভিনয় করবেন ‘ডিয়ার জিন্দেগি’খ্যাত এই অভিনেত্রী আলিয়া। সূত্র বলেন, এতে আলিয়াকে একজন গায়িকা হিসেবে পাওয়া যাবে। যেখানে স্বপ্ন পূরণ করে একজন বড় গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তিনি। নাম ঠিক না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন অশ্বিনীর স্বামী ও নির্মাতা নিতেশ তিওয়ারি। চিত্রনাট্য করছেন নিখিল মেহরোত্রা। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।