তারকাদের জীবন নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। ঈদের বিশেষ দিনে তাই বিশেষ আয়োজনে কথার ঝুড়ি খুলে বসেন তারকারা। তারা ঝলমলে ম্যগাজিন অনুষ্ঠানগুলোতেও থাকছে নানা চমক। পাঠকের জন্য নানা চ্যানেলে ঈদের দিনের ম্যাগাজিন অনুষ্ঠান ও সেলিব্রেটি শো’র সময়সূচি দেয়া হলো।
বিটিভি
বিকেল ৫টায় সেলিব্রেটি শো ‘তারকা ঈদ আলাপন’। অংশগ্রহণে সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা ও শমী কায়সার।
রাত ১০টার ইংরেজি সংবাদের পর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’।
একুশে টেলিভিশন
রাত ১০টায় টিভি ও চলচ্চিত্র তারকাদের নিয়ে গেম শো ‘স্টার কুইজ’। উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস।
চ্যানেল আই
সকাল ১০টা ৪০ মিনিটে সেলিব্রেটি শো ‘পূরবী ঈদ আনন্দ’। গেম শোতে অংশ নেবেন কণ্ঠশিল্পী পারভেজ, বৃষ্টি, আরিফ, তৃষা, রাশেদ, লুইপা, সাব্বির, লিজা, পুতুল, প্রীতম, মেহেদী, পূজা, তরিক, মৌসুমী। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী।
দুপুর ১২টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার বাংলাদেশ—পর্ব ১’। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ, নূরে আলম সিদ্দিকী, মো. মশিউর রহমান রাঙ্গা, নাজমা আক্তার, অধ্যাপিকা অপু উকিল, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, অধ্যাপক মেরিনা জাহান, ব্যারিস্টার দিলারা খন্দকার প্রমুখ।
চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রেটি শো ‘স্টার বক্স’। অতিথি চিত্রনায়ক আলমগীর। উপস্থাপনায়: আঁখি আলমগীর।