জয়া নয়, অভিষেক সিনেমাতেই আসিফ আকবরের নায়িকা মাহিয়া মাহী

0

নিজে গায়ক হলেও অভিনয়ের সঙ্গে আগেই পরিচিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অনেকগুলো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল হিসেবে। তবে এই প্রথম তিনি সত্যিকার অর্থেই অভিনয় করতে যাচ্ছেন সিনেমায়। যে সিনেমার মাধ্যমে আসিফ আকবর পেশাদারিভাবে ঢালিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন, তার নাম ‘ভিআইপি’। পরিচালনা করবেন সৈকত নাসির। ‘দেশা দ্যা লিডার’ ছবিটি পরিচালনা করে তিনি আলোচনায় এসেছেন।

অভিষেকেই নায়িকা মাহিয়া মাহী

Mahiya Mahi 2018আসিফ আকবর সিনেমায় যে হুট করে এসেছেন, তা নয়। অভিনয়ের প্রস্তাব তিনি বহুদিন ধরেই পাচ্ছিলেন। অনেক পরিচালকই তার দুয়ারে ধর্না দিচ্ছিলেন অনেক দিন ধরে। কিন্তু আসিফ কিছুতেই ধরা দিচ্ছিলেন না। শেষমেশ রাজি করালেন তরুণ নির্মাতা সৈকত নাসির। অভিষেকেই আসিফ আকবর তার বিপরীতে পেতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহীকে।

১৪০ মিনিটের ওয়েব সিনেমা

অ্যাকশন থ্রিলারভিত্তিক ওয়েব সিনেমা ‘ভিআইপি’র গল্প ও চিত্রনাট্য করছেন আসাদ জামান ও সৈকত নাসির। বড় বাজেটের এ ওয়েব সিনেমার দৈর্ঘ্য হবে ১৪০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ২০ মিনিট। আগামী ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির বিষয়টা ছবির কাজ শেষ হলে বলা যাবে, বড় পর্দায়ও রিলিজ হতে পারে ছবিটি। বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড, মরিশাস ও কুয়ালালামপুরে হবে ছবিটির শুটিং।

ফেসবুকে সৈকত নাসির

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরিচালক সৈকত নাসির। এরপর থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আসিফের ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিয়ে তুমুল আলোচনা চলতে থাকে। প্রথম ছবিতে কে হচ্ছেন আসিফের নায়িকা – ঢালিউডে এ নিয়ে নানা কানাঘুষা হতে থাকে। জয়া নাকি মাহী – কে থাকছেন আসিফ আকবরের বিপরীতে – এ নিয়েও চলতে থাকে নানা গুঞ্জন। ওদিকে ১৫ জুলাই পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটিতে আসিফ ভাইয়ের বিপরীতে একজন ভালো অভিনেত্রী প্রয়োজন। যার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে মাহিয়া মাহি ও জয়া আহসান এবং কলকাতা থেকে নুসরাত জাহানকে ভাবছি। তাদের কেউ একজন আসিফ ভাইয়ের নায়িকা হতে পারেন। তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। মাহির সঙ্গে প্রাথমিক কথা বলেছেন সিনেমার গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। জয়া আপাকে আমি মেসেজ পাঠিয়ে রেখেছি কিন্তু তিনি এখনও কিছু জানাননি। আর নুসরাতের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি।’

আসিফ আকবর বলেন…

তবে সত্যি কথাটা আসিফ নিজেই বলে দিয়েছেন, ‌”মাহীর নায়িকা হওয়ার বন্দোবস্ত মোটামুটি ফাইনাল।” তিনি বলেন, ‘আলাপ হয়েছে। অলমোস্ট ইতিবাচক। আমরা যতদূর পরিকল্পনা করেছি, তাতে এতটুকু বলতে পারি, ভালো কিছুই হতে যাচ্ছে।’
আসিফ বলেন, ‘আমার নিজের ইচ্ছা আর সৈকত নাসিরের প্রতি বিশ্বাস। নির্মাতাই প্রধান মানুষ, যে আমাকে ছবিটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।’

গান তো আছেই

অভিনয়ে মন গেলেও আসিফ গানে কিন্তু যথারীতি নিয়মিত। প্রায় নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। মিউজিক ভিডিওতে আসিফের সরব উপস্থিতি হালকা ইঙ্গিতও দিয়ে রেখেছিল, আসিফ বুঝি শীঘ্রই নায়ক হতে যাচ্ছেন। সেই ধারণা এখন পুরোপুরি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।