ক্যাটের ভোজনবিলাসী বয়ান

0

খাবারের চেয়ে মজার আর কিছু নেই। এটি ক্যাটরিনা কাইফের কথা। অবশ্য ক্যাটের চেহারা দেখে কিন্তু বোঝার উপায় নেই। রাস্তার খাবার থেকে শুরু করে ফাস্ট ফুড-কিছুই বাদ যায় না ক্যাটের। নিজের সেই রসনার কথাই বললেন সম্প্রতি। ভারতের কোন অঞ্চলের ভালো খাবার কোনটা, তা ক্যাটের ঠোঁটের ডগায়। এমনকি রাস্তার খাবার হলেও। বিশেষ করে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরুর খাবারের প্রতি ক্যাটের বিশেষ আগ্রহ আছে। ক্যাটরিনা বলেন, ‘আমি রাস্তার খাবার খুবই পছন্দ করি। এমনকি রাস্তার পাশে বসে খেতেও দারুণ ভালোবাসি। “পায়া” হলে তো কথাই নেই। আমি পায়া খুবই পছন্দ করি।’ শুধু তা-ই নয়, বিভিন্ন আঞ্চলিক রেস্টুরেন্টও চেনা তাঁর।

খাবার-দাবারের জন্য দিল্লিও ক্যাটরিনার খুব পছন্দের জায়গা। দিল্লির স্ট্রিট ফুডের জন্য তিনি নাকি মরতেও রাজি! দিল্লির বাঙালি মার্কেটের কাবাবের অন্ধ ভক্ত এই বলিউড নায়িকা। এত খাবারের কথা বললেও দেহগড়ন নিয়ে কিন্তু ভীষণ সচেতন এই নায়িকা। যেমন খাবার খান, তেমন ঘামও ঝরান। নিয়মিত ব্যায়ামাগারে যান। যাঁরা সুস্থ থাকার জন্য খাওয়া কমিয়ে দিয়েছেন, তাঁদের জন্য ক্যাটরিনার এই বয়ান আনতে পারে নতুন মাত্রা। খেয়েও নিয়মিত শরীরচর্চা করে শরীর ঠিক রাখা যায়। ক্যাটের ভোজনবিলাসী বয়ান যেন এটিই বলে দিল।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।