একই গানে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে কন্ঠশিল্পী সুজন আরিফ, এফ এ সুমন, বেলাল খান, সিঁথি সাহা, ঝিলিক ও কর্ণিয়াকে। আগামী ঈদে বিটিভিতে প্রচারের অপেক্ষায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ এই ছয়জন কন্ঠশিল্পীকে গাইতে দেখা যাবে ‘ আমার মন ও না চায় আমার এ ঘর বান্দিলো কিশোরী, প্রাণও না চায় এ ঘর বান্দিলো কিশোরী, চলোনা হই উদাসী’ গানটি। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ।
‘পরিবর্তন’র চমক
সম্প্রতি বিটিভির প্রধান মিলনায়তনে দর্শকের উপস্থিতিতে গানটির দৃশ্য ধারনের-এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন ‘পরিবর্তন’র নির্মাতা আনজাম মাসুদ। যথারীতি এই অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন আনজাম মাসুদ নিজেই। ‘পরিবর্তন’র গান গাওয়া প্রসঙ্গে সুজন আরিফ বলেন,‘ পরিবর্তন এই সময়ের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান। আমারও মনও না চায় গানটি আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে পারফর্ম করেছি।’
বললেন তাঁরা
এফএ সুমন বলেন, ‘ছয়জন পারফর্ম করাতে গানটির একটি অন্যরকম আবহ তৈরী হয়েছে।’ বেলাল খান বলেন, ‘একসঙ্গে একই মঞ্চে সমসাময়িক শিল্পীদের সঙ্গে পারফর্ম করার ভালোলাগাটা সত্যিই অন্যরকম।’ সিঁথি সাহা বলেন, ‘পরিবর্তনের আয়োজন সবসময়ই একটু ভিন্ন রকম হয়ে থাকে। এই আয়োজনটাও ভালো লাগবে দর্শকের।’ ঝিলিক বলেন, ‘দর্শকের অনেক ভালো লাগার মতো হয়েছে আমাদের গানের এই আয়োজনটি।’ কর্ণিয়া বলেন, ‘এবারের ঈদের পরিবর্তনের এই আয়োজনটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আমরা সবাই খুব উপভোগ করেছি সময়টা।’