তরুণ কণ্ঠশিল্পী আরিফ হোসেন এর গানে মডেল হলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ঈশানা। ‘প্রথম কবিতা ‘-শিরোনামে এই গানটি সম্প্রতি উত্তরার একটি হাউজে নির্মিত হয়। গানটিতে আরিফ নিজেই ইশানার সহশিল্পী হিসেবে ছিলেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কাজী ইমরান হাসান। লায়নিক মাল্টিমিডিয়া-এর ব্যানার থেকে এই ঈদে মুক্তি পাচ্ছে গানটি। গানের কথা লিখেছেন আবু আরমান খায়ের ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছে স্টুডিও এক্স ক্রিয়েটিভ। নতুন গান প্রসঙ্গে আরিফ হোসেন বলেন, ‘প্রথম প্রেম শিরোনামে একটি গান গাওয়ার পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলাম। আশা করছি এবারও শ্রোতারা আশাহত হবেন না।